আমি ভীষন অভিশপ্ত এক দগ্ধ নগর
আমি রোমের পোড়া নগরী অভিশপ্ত
আমার বুকে আজও আছে পোড়া ক্ষত
আমি যে বয়ে বেড়াই  অভিশপ্ত স্মৃতিচিহ্ন।


আমি ভীষন অভিশপ্ত এক মৃত সাগর
আমি জর্ডানের বুকে স্মৃতি অভিশপ্ত
আমার নেই যে প্রানের কোন অস্তিত্ব
আমি অভিশপ্ত আমি যে ভীষন অভিশপ্ত।


আমি ভীষন অভিশপ্ত এক পম্পে নগর
আগ্নেয়গিরি একে দেয় যে ক্ষত দগ্ধ ক্ষত
আমার বুক যে হাজার কঙ্কাল স্মৃতিচিহ্ন
আমি অভিশপ্ত আমি যে ভীষন অভিশপ্ত।


আমি ভীষন অভিশপ্ত এক ভূ-স্বর্গ
আমি ইরাম নগরের শাদ্দাদের যে স্বর্গ
প্রানহীন মরুভূমির উত্তপ্ত স্মৃতিচিহ্ন
আমি অভিশপ্ত আমি যে ভীষন অভিশপ্ত।


আমাকে মুক্তি দাও হে অভিশপ্ত স্মৃতিচিহ্ন
মুক্ত করো মুছে দাও আমার সবই চিহ্ন
আমি বড্ড ক্লান্ত স্মৃতিচিহ্ন!আর কত!
আমি অভিশপ্ত আমি যে ভীষন অভিশপ্ত।