এতগুলো বসন্তেও নিজেকে খুঁজে পাইনি


আমি ফুলের সাথে ফুল হয়ে দেখেছি
সুবাস ছড়াতে পারিনি ঝড়ে পড়েছি
আমি বাতাসের সাথে বাতাস হয়ে দেখেছি
গাছের পাতায় ছন্দ তুলতে পারিনি পাতা ঝরিয়েছি
আমি বাঘের সাথে বাঘ হয়ে দেখেছি
হিংস্র হতে পারিনি ক্ষুদার্ত থেকেছি


এতগুলো বসন্তেও নিজেকে খুঁজে পাইনি।


আমাকে যে সাহসের কথা বলল
তার ভিতরের কাপুরষতা দেখেছি
আমাকে যে ভালোবাসার কথা বলল
তার ভিতরের শুন্যতাকে দেখেছি
আমাকে যে সান্ত্বনার কথা বলল
তার ভিতরের একাকিত্বকে দেখেছি।


এতগুলো বসন্তেও নিজেকে খুঁজে পাইনি।


আমিতো সাদা মেঘ হয়ে উড়তে চেয়েছি
পাখির ঝাকের সাথে ঘুরতে চেয়েছি
পাহাড়ের মত অনঢ় দাড়িয়ে থাকতে চেয়েছি
নদী হয়ে বয়ে যেতে চেয়েছি
আমিতো নীলাকাশ হতে চেয়েছি।


এতগুলো বসন্তেও নিজেকে খুঁজে পাইনি।