.
               সমুদ্রের বেলাভুমে, আসে রোজ রোজ
               নীলাম্বরী বেলাবোস, বেলা শেষে ফিরে
               ভালোবাসা -মুগ্ধতায়, চোখ নিয়ে রোজ।।
               সমুদ্র জানে সেকথা?ভালবাসি তারে!
               ঘরে ফিরে বেলাবোস-ভাবে রোজ রোজ
               নাই জানুক সেকথা,ভালোবাসি তারে!
               ভালবাসি ব'লে -কত! আজ সে নিখোঁজ
               ভাবে বেলাবোস আজ,গুপ্ত অন্ধকারে।।


               ছলনার সাদা দাঁতে মুক্ত হাসি ঝ'রে
               ভালোবেসে বেলাবোস,-কত! জড়ে ধরে
               বেলাশেষে বেলাবোস একাকিত্বে চলে
               একি পাপ-নাকি ভুল!বেলাবোস ভাবে
               তবে নাই বা জানুক -এই দোলাচলে
               ভালোবাসা গুপ্ত থাক- সমুদ্রে এবারে।।


            সনেট,ফরাসীয় মিলবিন্যাস-কখকখ কখকখ গগ চছ চছ