বটগাছ শাখায় মৌচাক,পরিত্যাক্ত জীর্ণের মৌচাক
শ্যওলা ধরা মৌচাকের মত স্মৃতি বহন করে
বসন্তে অবসন্তে নেই গুন গুন জীবনের উল্লাস
হিসাব নিকেশ মিটিয়েছে, মিটিয়েছে দেনা।


পশ্চিমে হেলে পড়েছে জীবনেরও উৎস
বাড়ি ফেরা পাখির মত আকুতি নিয়ে চোখ
গোধূলি বেলার কিছু পরে বটবৃক্ষে ডালে আবডালে
রডসের কিছু চোখ জ্বলে,জোনাকীর মত জ্বলে।


ভোরবেলা ছোট রবি জীবন সফেদ ঢেউ
সমুদ্রের বুকের উত্থাল ঢেউ শীতল হাওয়ার ঢেউ
জৈষ্ঠ্যর সমুদ্রে কোল স্বচ্চ জলের শ্যওলা
গভীর রাতে টেপাটামের কিছু চোখ ঘুরে
বটের গাছে  পেচাঁর  স্বর ভেসে যায় দূরে।


বিলাসী পাখি বনে বনে ডালে আবডালে
কল্পতরুতলে আসেই না
তবুও বৃষ্টির জলে ভেঙ্গে যায় উঁইপোকাদের ঢিঁপি
স্মৃতিচিহ্ন মুছে যায় মাটির সাথেই মিশে।