তোতা পাখির মতোই স্বপ্নগুলো খাঁচায় আবদ্ধ
শেখানো বুলিতে কথা বলে,স্বকীয়তা কারাবদ্ধ
মৃত্তিকার কুঁড়েঘরে খসে যাওয়া বিধ্বস্ত দেয়াল
শৈত্যপ্রবাহের ঘোরসওয়ার যেন বেখেয়াল!
কুয়াশা, আকাশে ঘুরে ঘুরে ফোটা ফোটা জল হয়
চালের ফুটোয় দিয়ে গড়ে গড়ে পরে হয় ক্ষয়
বাস্তবতার আঘাতে হৃদয়ের চোখে ছানি পড়া
কুঁড়েঘরে অমাবস্যার আঁধার বানে,আলো খরা।


তবুও জোছনা মাঝে মাঝে চালের ফুটোয় পড়ে
ফালি ফালি আলো কুঁড়েঘরে আসে অন্ধকার খুঁড়ে
চারিদিকে জীবনের সফেদ ঢেউ বলেনি কেউ
বলেনি কেউ জীবনে, চলো সমুদ্রের হই ঢেউ
বলেনি কেউ জীবনে, তোমার স্বপ্ন পালকি চড়ে
চলো যাই, চলো যাই তোমার স্বপ্নের হৃদ কুঁড়ে।


এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম