.                              


          বিরহ বিলাপে বিহ্বল হৃদয়,ভালোবাসা মেঘ হয়ে আসে
          যেন চারিদিকে দিকে দিকে ভাসে- জীবনের স্মৃতিকথা ঢেউ
       আসেনি তো কেউ বিজনের বনে,  বুনোফুল ভালোবাসে কেউ?
          বুনোফুল ফুটে যায় -থেকে যায়,বৃষ্টির পানিতে যায় ভেসে।।
          এ পৃথিবী হেঁটে হেঁটে -দূরে সরে,বিস্তৃত শুন্যের প'রে ভাসে
        ভালোবাসা মেঘ হয়ে আসে-পথে,মন্দ্র ডাকে সারা দেয় কেউ?
        কোথাও ডাকেনি কেউ -তারে, তাই বৃষ্টি জলে বুনোফুলে ঢেউ
          তবুও পৃথিবী হেঁটে দূরে সরে,-বুনোফুলে কেউ ভালোবাসে !


          তাই বুনোফুল ফুটে যায় বনে,ভাবেনা যে আর আনমনে
          শীতের সকালে শীতে ভিজে যায়,দুপুরে পোড়ে যে রোদে
          ভালোবাসা মেঘ হয়ে আসে,তাই ভেজে বৃষ্টি আলিঙ্গনে
          বুনোফুল ফুটে যায়-থেকে যায়,ভাবেনা আপনা ক্লেদে
          এ পৃথিবী হেঁটে হেঁটে -দূরে সরে,বনফুল তার তদ্দর্শনে
          অদ্ভুদ আধাঁর এক ঘিরে ধরে,পৃথ্বী -বনোফুলে চুর্পশব্দে।।