.          তুমি চলে যাওয়ার পর এ-বুক, ধূসর-ঊষর,রণক্ষেত্র
          কুসুমের মতো প্রভাকর নেই,সেখানে তপ্ত অগ্নিনক্ষত্র
          সবুজতা সে বিলাসিতা এখানে,যেন সবুজের রুপকথা
          গলে যাওয়া মেরুর নোনতা জলে, সৃষ্ট নদীর বিজয়গাঁথা।।


          এ-বুক চারণভূমি আজ প্রায়, ডজন খানেক হায়েনার
          খরগোশের মতোই তুলতুলে, ভালোবাসারা হচ্ছে  শিকার
          কি বীভৎস নিষ্ঠুরতা-নির্মমতা,ভালোবাসা হচ্ছে যে শহীদ
          ধূসর-ঊষর রণক্ষেত্র আজ বুক,নেই যে অভয়াশ্রম,নীদ।


          শুনেছি জন্মেছে যে হায়েনা  শিশু, বেড়েছে তাদের বল
          ভালোবাসা কতদিন আর বুকে টিকে, ওরা যে ক্ষমতাবল
          সময়ের নির্মমতার চক্রেই প্রজাতির বিলুপ্তির রোল
          এ-ধূসর পৃথিবী আবারো সাজে নতুনের এক শোরগোল।


          ভাবছি কঙ্কালসার ভালবাসায় বানাবো এক মিউজিয়াম
          হায়েনা প্রজাতি শেষে জ্বালাবো তাদের জীবাশ্ম পেট্রোলিয়াম
          চারুলতা,তুমি আসো যদি ফিরে,এ-বুক সাজাবো যে সবুজে
          কুসুম কোমল রবি হয়ে হারিয়ে যাব অচেনা দ্বীপপুঞ্জে।।