মধ্যরাতে বেদনারা জেগে উঠে
কড়া নাড়ে মনের দরজায় দাঁড়িয়ে
ঘুমেরা পালিয়ে যায়
খোশগল্পে মেতে উঠি বেদনার সাথে
অন্ধের মতোই অন্ধকারের শরীর
ছেনে ছেনে খুঁজি ঘুম
ঘুমেরা পালিয়া যায়- মেঠো পথ ধরে - দুরে।


যে স্বপ্নরা পাখা মেলে জোছনা রাতে উড়তো
প্রজাপতির পাখার মতো শত রঙ্গের ছবি আঁকতো
ফুল বাগানের ফুলের উপর খানিক বসতো
মুক্ত বিহঙ্গের মতো আকাশে উড়তো
সে স্বপ্নের পাখা ভেঙ্গে গেছে
ডানাহীন স্বপ্নের শরীর আজ মৃত্তিকার 'পরে
নিথর, নির্জীব যেন এ্যানথ্রাক্স ভাইরাস।


এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম
01723535724