.              স্মৃতিগন্ধার মতোই দুর থেকে ভেসে
              অশরীরী  এক দীর্ঘশ্বাস অন্ধকারে
              শিহরণে লোমকূপ,তবু  চুর্ণাকারে
              ক্ষত বিক্ষত হৃদয়,কেঁদে কেঁদে আসে।।
              দ্বিপাক্ষিক আলোচনা,হিম হয়ে আসে
              স্মৃতিগন্ধা নিউরনে একাকি আধাঁরে
              সমুদ্রের মত ঢেউ চোখের গভীরে
              অবহেলার আকাশ মেঘ হয়ে ভাসে।।


         .   জীবনের স্থবিরতা যে ইশতেহারে
     .       জটিল হিসাব শেষে তবু সুখ মেলে
              এতটুকু রক্ত ঘামে, এত আয়োজন??
              যদি খুঁজে পাই আমি আবার তোমারে
              তখন সময় ধুলা মাথা চুলে খেলে
              হবে আবার আমার, সেই প্রিয়জন!