.                       দুঃখ বৃক্ষের উপকথা
                                  


        স্বপ্নের মৃত্তিকা 'পরে যে অপ্রাপ্তিতার বীজ নীচে পড়ে থাকে
        নির্মম রোদ্দুর প্রখরতায় শুকিয়ে যায় কিছু- অনাদরে
        শ্রাবণের  অঝোর ধারায় ভিজে অঙ্কুরিত হয় অভ্যন্তরে
        স্বপ্নের মৃত্তিকা ভেদ করে উঠে দুঃখ নামে বৃক্ষ, দুর্বিপাকে।।
        অভিমানের জলেই বড় হতে থাকে বৃক্ষ মৃত্তিকার পরে
        স্বপ্নের এ- মৃত্তিকার গভীরে বৃক্ষতে শিকড় ছড়িয়ে পড়ে
        উর্বর মৃত্তিকা ঊষর হয় না,তাই বৃক্ষ বড় হতে থাকে।।
        অপ্রাপ্তিতার যে বীজে হতাশার গন্ধ, সেটি অঙ্কুরিত হয়।।