ভীষন কষ্টের অন্তরালে এক সমুদ্রের শোক
সমাজের মুখোমুখি বসে হাসোজ্জল চারিচোখ
আর্টিফিশিয়াল অবয়বে ভাসে সমাজের রুপ
আমিত্বের নাটকের লুকোচরি ধরি অন্যরুপ।
সুখের পায়ের কাছে বসে, মিথ্যে ছলনায় চোখ
বিলবোর্ডে সুখ বিজ্ঞাপন, মনে এক নদী শোক
ভিতরে ভিতরে মরে বারবার আমি  জিন্দালাশ
বাহিরে চিরসবুজ আমি, সুন্দর আত্মপ্রকাশ!!


জীবনের দোলাচলে আমি নিজেকেই খুঁজে যাই
সম্পর্কের বেড়াজালে বারবার পথ ভুলে যাই!
আর্টিফিশিয়াল অবয়বে ভালবাসার স্বরুপ
নিজের আয়নায় দেখায় তাদের স্বার্থপর রুপ
দুঃখের পিঠেই জিন্দালাশ ঘোর সওয়ার করে
দিনশেষে জীবনের মানে একাকি এ পারাবারে।।