.            
                            


              করি মুষ্টিবদ্ধ আলো থাকে অন্ধকার
              সুখের পিছেই ছুটে করি দুখে বাস
              আলোতে হাটলে ছায়া, হয় অংশীদার
              আধাঁরে হাটলে ছায়া, থাকে অপ্রকাশ
              হারিয়ে ক্ষনিক সুখ কাঁদো বারেবার
              জীবন মানেই দুঃখ, ব্যাথার পাহাড়
              এ পথ যেন একাকি,একা বারেবার
              ভুল করে ভুলে যাই শান্তিতে থাকার।।


              নিয়তির গ্যাড়াকলে থাকি অবরোধ
              কর্মে মুক্তি মেলে তবু ভাগ্যে দোষারোপ
              পাহাড়সম স্বপ্নের করি শ্বাসরোধ
              অল্পে তুষ্টি থাকি করি, যে গুরুত্বারোপ
              জীবনের চরাচরে যত ব্যাথা পাই
              ততটাই খাঁটি তুমি একথা জানাই।।


          
              শেক্সপেরীয় মিলবিন্যাস-কখকখ গঘগঘ...ঙচঙচ ছছ