কে তুমি? ষোড়শী
       পুরনো অতীত থেকে উঠে আসো নীলাম্বরী ঐ শাড়ীতে
     একই রোদ্দুর আভা,একই সবুজ ছায়া,পুরনো সোঁদা মাটির গন্ধে
       অতীতের সময় পাখায় উড়ে আজ এ নিভৃত রাতে।।


       কে তুমি?ষোড়শী
       ধূসর পৃথিবী থেকে যে পথ গিয়েছে মুছে,আজ পড়ন্ত বিকেলে
       কে তুমি?আমারে ডাকো পুরনো পথের ধারে!
   সেই পুরনো মাদকতায়,অতীত চোরাবালিতে হৃদয়ে কাঁপন তুলে।।


       এই যে দেখছো বালুচর,জলের দাগের রেখা,
       স্রোতস্বিনী স্মৃতিচিহ্ন-অতীতের বয়ে যাওয়ার নাব্যতা
       সময়ের আপোষহীনতার কাটায় যে নদীর যৌবন হারিয়ে যায়
       ফিরে কি কখনো আসে,হারানো নাব্যতা তার!


       কে তুমি!ষোড়শী
       অতীতের গন্ধ মাখানো সময়ে ডাকো বারবার এই অবেলায়
       যে পথেই  চোরাবালি, হারিয়েছে নদী নাব্যতা তার-তবে কি
       সময় চুরি করে বর্তমানে ফিরেছ তুমি-মৃন্ময়ী,আবার!!!