.                              কতদিন? কতদিন আর?


                  একদিন চিৎকার করে তোমায় ডেকেছিলাম
                  খাঁচায় বন্দী পাখির মতো তুমি শুনতে পাওনি
                  তারপর বত্রিশ বসন্তে তোমায় আর দেখিনি
                  অথচ মনে হয় তুমি আমার পাশে আছো
                  আলো হয়ে ছায়ার মতই ছায়াসঙ্গী হয়ে --পাশে।।


                  বত্রিশ বছর অপেক্ষায়  অথচ তুমি আসনি
                  পায়ের নীচে বৃষ্টিরা এসে মুছে দিলো স্মৃতিচিহ্ন
                  দুই মেরুর বরফ গলে তবু তুমি আসলে  না
                  কতদিন? কতদিন আর? কতটা সময় পরে?
                  দশদিকের শীতল হাওয়া শান্ত হবো-- আমি।।


                   আমি বড়ই অশান্ত আজ বাধাঁহীন সাগরের মত
                   বড়ই নিঃসঙ্গ একাকিত্ব  নক্ষত্রগুলোর মতো
                  তুমি আবারও  ফিরে আসো তপ্ত সূর্যের আকারে
                   জ্বালিয়ে দাও কালো অধ্যায়, আছে যত পাতা-সব।।


                  ক্লেদকায়া ক্লান্ত মনে শুধু শোয়ার বিছানা-
                  পরম আত্মীয়ের মতই আপ্যায়ন করে যায়
                  তারপর অমাবস্যার  মতোই আমিও বড়ই --একা।


                  মাঝে মাঝে খুব ঘুমন্ত তুমিকে  অনুভব করি
                 তুমি কি ঘুমিয়ে আছো? -আমার হৃদয় সংগোপনে।।