হৃদকাশে তুলো তুলো মেঘপাখি উড়ে
মুক্ত স্বপ্নপাখির ডানায়  হতাশা মেঘের গন্ধ
মমতার স্নিগ্ধ জোছনা আলোয়, চৈতালী উত্তাপ
মন পবনের নায়ে বেদনারা ঘুরে বেড়ায় অদূরে
অন্ধকারগুলো গাঢ় হতে হতে রাত হয়
দূরের আকাশে আশার তাঁরারা ঢেকে যায়
যাপিত জীবনের হৃদয় পোড়ার ধোঁয়ায়
তখন জোনাকির আলোকে মনে হয় নক্ষত্রের আলো।
এ হৃদয়ের সঞ্চয়ী হিসাবে প্রতিদিন জমে সাহারা উত্তাপ
ধীরে ধীরে মন সবুজের বন মরে যায়
পোড়া বালুর উত্তাপ তৈরি করে অদূর সমুদ্র মরীচিকা
শৈশবের কয়েক মশক সুখ জলে দিচ্ছি পাড়ি
এ -জীবন মরুভূমির মরীচিকাময় অচেনা পথ।


এম এ রহমান
হাতিয়া,উলিপুর, কুড়িগ্রাম
01723535724