অভিমানের ভাষারা জানে তুমি কতটা আপন
কত হৃদয়ের কাছে,ছিলে লুকিয়ে আত্মগোপন
কত বিরহের ফুল পড়ে আছে হৃদয় উঠোনে
তুমি যদি তা জানতে-কত তুমিময় গান মনে।
তৃষ্ণিত চাতক এক, অপেক্ষায় থাকে শুধু চেয়ে
চৈতালি উত্তাপে তার হৃদয় অন্তঃপুর বিস্ময়ে
জানি একদিন তুমি অভিমানের ভাষা বুঝবে
বসন্তের শেষ ফুল ঝরে গেলে আমায় খুঁজবে।
সেদিন দেখবে তুমি অপেক্ষার চোখের আকুতি
হৃদয়ের কোনে জমা না বলা কথার অনুভূতি
বুঝবে তুমি বুঝবে অভিমানের ভাষা বুঝবে
শুকনো পাতার কাছে হৃদয়ে গভীরতা পুচবে।
যদি অভিমান বাড়ে নেমে আসে অন্ধকার রাত
দূর নক্ষত্রকে চেয়ে -দু'ফোটা অশ্রু দিও খয়রাত।


এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম