.    


          কুসুমের মতো ভোরটায়, যখন রবির  ঘুম ভাঙ্গে
          আলোরা যখন পাখা মেলে উড়ে আসে প্রকৃতির অঙ্গে
          প্রকৃতির চোখের ভেতর যখন  সজীবতার ছাপ
          কবোষ্ণ বুকের দেয়ালে তখন প্রশান্তির রক্তচাপ।।


          ব্রহ্মপুত্রের কাশের শরীরে যখন  শিশিরেরা শুয়ে থাকে
          বাতাসেরা খোলা চুলে স্নান করে উঠে আসে ভেজা পোষাকে
          রবির যখন হাটবিট বেড়ে যায়,-
          যখন নদীর জলরঙ্গের কোলেজে ব্যস্ত
      তখন আমার চোখ চুলি হয়ে নিউরনে চিত্র আঁকতেই ব্যতিব্যস্ত।


          ক্লান্তিরা যখন হামাগুড়ি দিয়ে শরীরের প্রতিটি অঙ্গেই বসে
          পাখিরা যখন ছায়ার শরীরে তার পালক লুকায় এসে
          ক্লদকায়া দুপুরের যখন ঘামের গন্ধ বাতাসের খোলা চুলে
          তখন ব্রহ্মপুত্রের শীতলতা বুকে আমি অবগাহিতের জলে।।


          অস্তাচলে রবির হলুদ আর আকাশের নীলাম্বরী এ কোলেজে
          যখন বাংলার গ্রামে ঘরকাতুরে প্রানের বিদায়ের সুর বাজে
          অন্ধকারেরা যখন ঘুম ধরে আনে, -
          চাঁদ যখন অন্ধকারের বুকে বসে
       বাস্তব পৃথিবী তখন আমার চোখেই পরাবাস্তবতায় চিত্র আঁকে       ----- অনায়সে।।