বসে আছি,তুমি আসবে অনেক দিন পর
আজ আমাদের প্রথম দেখা হবার কথা
সময় কৃষ্ণগহ্বরের ভিতর, কচ্ছপ গতিতে
সময়ের গুটিগুটি পায়ের সাথে তাল মিলিয়ে
আবেগের ধোয়া ঘনীভূত হতে হতে
বিন্দু বিন্দু ঘাম জলে লোমকূপ যেন ঝর্ণা
স্থির বাতাসেরা গাছের পাতার 'পরে হাসে।


বসে আছি সঙ্গে অপেক্ষা আর যেন স্থির ঘড়ি
তুমি আসবে ঠিক আসবে, আমি একাকি নিশ্চুপ
তবুও কথার স্রোত,নিউরন সাগরে ঢেউ তুলেছে
মন ভেসে বেড়াচ্ছে হৃদয়ের ইঞ্জিন নৌকোয় দ্রুত


বসে আছি,অপেক্ষারা চলে গেল তুমি এলে
মুখোমুখি তুমি আমি আর আমাদের ভালোবাসা
অথচ মূহুর্তে নিউরন সাগরে কথার স্রোত থেমে গেল
বেড়ে গেল লোমকূপে আবেগের ঝর্ণা স্রোত
বোবার মতোই তোমার কথায় শুধু দুলে যাচ্ছে মাথা
যেন কিছু বলার নেই,যেন কথাগুলো নিজেদের সাথে
যুদ্ধ করে করে মরে গেছে সব।


এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম