.     অন্তর্যামীর সখ্যতা মনে পড়ে প্রায়শই  বারেবার
     যখন বৃষ্টিরা আসে ভিজে যায় একেবারে -
     মৃন্ময় শহরের সবই পথ-তখন মনে পড়ে হঠাৎ
     বৃষ্টিতে ভেজার অনুভূতি পুরনো অনেক স্মৃতি।


      মৃন্ময় শহরের কানাগলির স্যাঁতস্যাঁতে রাস্তায়
     আজও নিয়নের একটা ল্যামপোষ্ট জ্বলে যায়
     এমনি একটি ল্যামপোষ্টে -অন্তর্যামী দাড়িয়েছিল সেদিন
     তখন সন্ধ্যেয় নিয়নের আলো- অন্তর্যামী বলেছিলো
      ফিরে আসবে আবার, বলেছিলো-অপেক্ষা করিও।।
      অন্তর্যামী যে আর ফিরেনি-অপেক্ষায় থেকেছি অনেক
      জানি ফিরবেনা আর -তবু আশার বুননে বাধিঁ বুক
      কোন এক জৈষ্ঠ্যর দুপুরে যদি আসে- হঠাৎ বৃষ্টির মতো
     অন্তর্যামীকে বলব-এই তোমার অপেক্ষা!
     বড়ই  অশান্ত আমি-বড়ই অশান্ত আমি
     মুক্ত করো মুক্তি দাও কৃতজ্ঞ করো আমায়


      আজ অতলান্তিকের পাশে শুয়ে আছি বহুক্ষন
      অবগাহিত সাগর জলে-উপরে বৃষ্টি ঝরছে
      মনে হলো পুরনো অনুভুতিরা-ভাষা পেয়ে কিছু বলছে
     আমি বুঝতে পারিনি অস্পষ্ট মৃদ্যুভাষা তাদের
     ব্যবচ্ছেদ করেছি অনুভূতির -পেয়েছি রক্তাক্ত ভালোবাসা।।