সেই বজ্রধ্বনি -- স্বাধীনতার কয়েক যুগ পেরিয়ে গেলেও
মার্চ মাসে ফিরে আসে -বিদ্রোহী বাতাসে মিশে
সুনামির মতো ঢেউ তুলে রক্ত সাগরের তলে
দ্রোহের আগুন জ্বলে দাবানলের উত্তাপে
মনে হয় রেসকোর্সে সেই জনসমুদ্রে সাঁতার কাটছি
চোখের কোনে ফুটন্ত আগ্নেয়গিরির লাভা ঝরে
লোমকুপে চুলেরাও বিদ্রোহী শিহরণে জেগে উঠে
নিউরন ময়দানে কোটি জনতার শব্দস্রোত ম্লান করে
ভেসে আসে একটি কন্ঠস্বরের ধ্বনি---
এবারের সংগ্রাম -স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম- আমাদের মুক্তির সংগ্রাম।


সেই বজ্রধ্বনি -- একটি লাল সবুজ পতাকায় আঁকা
একটি শব্দের চিত্র,একটি স্বাধীনতার মানচিত্র।
যতদিন এই দেশে লাল সবুজের পতাকা উড়বে
সাতই মার্চের দিনে সেই বজ্রধ্বনি ইথারে ভাসবে
হৃদয়ে থাকবে গাঁথা বাঙলি- বাংলার চেতনাতে।


এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম