সাদা চাঁদর গায়ে দিয়ে শীতের বুড়ি এলো
দূর্বা ঘাসে পা ভিজিয়ে বাড়ি বাড়ি গেলো
সূর্য্যি মামা সকাল বেলা শীতের চাদর ছিঁড়ে
মাঝে মাঝে দিচ্ছে উঁকি রোদের দলা ছুঁড়ে।


খেজুর রসের মিষ্টি ঘ্রানে শীতের বুড়ি এলো
সেই রসেতে মা চাচিরা পীঠা পুলি করলো
এই না দেখে খোকন সোনার ফুর্তি মনে যে খুব
তা-ধিন তা-ধিন তালে নাচে খাওয়ায় মাতে খুব।


সরষে ফুলের হলুদ ছোঁয়ায় শীতের বুড়ি এলো
গাধাঁ-বেলী ফুলের গন্ধে শীতের বুড়ি মাতলো
গাও গেরামের মানুষগুলো একটু ওম যে পেতে
আগুন জ্বেলে গল্প করে মাঠে- হাঁটে - পথে।


এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম
01723535724