অন্ধকার ঘরে অভিমানের বিশাল বৃক্ষ
হৃদয়ে শিকড় ছড়িয়েছে খুব
দিনে দিনে বিবেকের পঁচা গন্ধ ভেসে আসে
চলমান জীবন্ত ভাগাড় থেকে
দিনে দিনে বাড়ন্ত সময় শিকল পড়ায়
আমার স্বাধীনতার পায়ে
জীবনের প্রহসনে অট্টহাসিতে হেসে হেসেই
জাহান্নামের আগুনে দেই ডুব।
আমি যেন জলের মতোই
বাস্তবতার সুর্যের তাপে পুড়ে পুড়ে
ভ্যবসা আদ্রতা নিয়ে উড়ে উড়ে
আকাশের মেঘ হয়ে ছুটি,তার বেদনার বৃষ্টি হয়ে
ঝরে পড়ি মৃত্তিকার 'পরে।
শুনেছি মানুষের জীবন ফুলের মতোই,
তার পাপড়ির রন্ধ্রে রন্ধ্রে থেকে বেরিয়ে আসে সুবাস
তবে কি আমি মানুষ নই!


এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম
০১৭২৩৫৩৫৭২৪