একটি জীবন পোড়ে,একটু অবসর পেলেই
বিশ্বাসের কাঠখড়ি জ্বেলে জ্বেলে পুড়ে যায়
চৈতালী উত্তাপে- বাস্তবতার শরীর চুয়ে চুয়ে
নোনতা এসিড জলে একটা জীবন ঝলসানো
তবু খুচরো সময় গুনে গুনে অবসর কিনি
বেদনার বাষ্পে সিদ্ধ করি নাগরিক মায়া মোহ
একটা জীবন পুড়ে, অন্ধকারে- ঝিঁঝিঁর চিৎকারে
স্বার্থের সীমান্ত কাঁটাতারে জোছনার আলো বাঁধা
জোনাকির আলো জ্বেলে-নিজেকেই খুঁজে যাই
মানুষ পুড়লে থাকে অস্থিমজ্জার ধূসর ছাই
বিশ্বাস পুড়লে! হৃদয় পুড়লে! শুধু বেদনায় পাই।


এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম