তুমি এত অপরুপ এত সবুজ
তোমার উপরে বয়ে যায়
কত শীতল সমুদ্র কত নদী
বয়ে যায় কত শীতল হাওয়া
অথচ তোমার বুকে এত উত্তপ্ত লাভা।


সবারই বুঝি কিছু গোপন কথা থাকে
না বলা কিছু ব্যথা থাকে
সবারই বুকে বুঝি কিছু উত্তপ্ত লাভা থাকে
যা শুধু পোড়ায় তিলে তিলে পোড়ায়।
বলো বন্ধু এ ব্যথা কিভাবে জুড়াই?
এ ব্যথা কোন কাননে কোথায় বিলাই?


এই যে তবুও বেচেঁ আছি
ভীষনভাবে বেচেঁ আছি
তোমারই মতো বুকে উত্তপ্ত লাভা নিয়ে
তোমারই মতো শান্ত থেকে অন্তহীন পথে।


জানো
সব ফুলে মালা হয় না
দেবতারা বাসি,পচাঁ ফুলে পুঁজো নেয় না
তাই তোমার মত ঘোর অন্ধকারে
আমার বাগানে জোঁনাক জ্বলে না,জ্বলে না।