জীবনের ওই রং মহলে
ধুয়াসার হাত বাড়িয়ে দিলে।
অনুভূতি মাত্র পড়ে রবে
নিমিত্তে নির্জনে এক খেলা ঘরে।


জীবনের ওই রং তুলি
বারবার দেই হাতে তালি।
পদ্মা পাতার ছন্দ সাজিয়ে।
অনাবিল আনন্দে নাও না জীবন ফিরিয়ে।


একটু সন্ধ্যা হতে না হতে
তারা স্বপ্ন দেখে নিরবে নিভৃতে।
পথের ওই পথ শিশু
সেই ছুটে চলে জীবন সংগ্রামে।


আছে কতো বড়ো অট্টালিকা
তৈরিতে আছে তাদের নাম তালিকা।
দিনরাত কষ্ট করে গড়ে কতো দালানকোঠা।
কিন্তু তাদের ঠাই মেলা কী সেই অট্টালিকা ?


ওরে হে মানব জাতির
যাদের জন্য সভ্যতা পেলাম নেই তাদের গতি।
প্রতিটি পদক্ষেপে আছে যে তাদের অগ্রগতি।
তাদের ছাড়া সভ্যতার নিদর্শন হবে যে সব ক্ষতি।