দুনিয়া  বড়োই  আজব  লিলা।
তাই না বুঝে কাউকে দিও না মালা।
তাহলে তুমি  বুঝবে  জালা।
কারো জীবন নিয়ে  তুমি  করো না হেলা।


দিও না তুমি  আশার বাণী।
না পারো যদি তুমি করতে রাণী।
তাহলে হবে বড়োই বেইমানী।


এই জীবন একবার  
আসে না  ফিরে বারবার।
জীবন চলে যাবার আগে ভেবে দেখো না একবার।


সেই বুঝি তাই যখন নিরুপায় হয়।
কষ্টের সাগরে তাকে ডুবে মরতে হয়।
বাস্তবতার কাছে যে তার হার মানতে হয়।


জীবনের ওই স্মৃতি কনে।
যাবে তখন ধুলি জমে।
রাখবে তুমি  খুব যতনে জীবনের বই খানা।
এই ভাবে শেষ  বুঝি জীবনের আজব খেলা।