একটু স্বার্থে টানে
রেখে গেলে তার কোন খানে।
কতো স্বপ্ন ছিলো তার মনে।
পূরন করতে হবে তার স্বপ্ন নেই কী তোমার মনে?


আদরে চাদরে মুড়িয়ে।
ভালোবাসা বাধনে বেধে।
মাতৃস্নেহ করছে তোমার লালন।
বাবা মা হলো জন্ম জন্মান্তরের এক বাধন।


একটু সুখের আশায়
বাবা মা আজীবন কষ্ট করে কোন লাভ  ছাড়ায়।
তোমার নিয়ে তাদের স্বপ্ন পূরণের আশায়।
তাই মাথার ঘাম পায়ে ফেলে এই আশায়।
এদের মতো পৃথিবীতে নেই কোন আপন।


স্বপ্ন দেয় যখন হাতছানি
তাদের দেবার মতো থাকে না কোন আশার বাণী।
বাবা মা হয় আজব এক প্রানী।
কতো যত্নে করেছে নালন থাকে তখন স্মরণ।