ওহে মানব জাতি।
কেন করো এতো লাভ ক্ষতি।
কিছু দিন পরে হবে তোমার দূর গতি।
একটু স্মরণ করে ফিরিয়ে নাও না স্মৃতি!


আমরা আছি এক খেলা ঘরে।
কিছু দিন পরে যাবো চলে,
পড়ে থাকবে সব স্মৃতির আদলে।
সবাইকে চলে যেতে হবে দলে দলে।


ওহে মানব জাতি
আর কতো করবে দূর্নীতি।
একটু নিশ্চুপ হয়ে করো না আকুতি।
প্রভুর তোমার করবে মিনতি।


গড়ছো কতো রঙ্গিন রাজ্য।
মৃত্যুর পর মাটির ঘর সকলের প্রযোজ্য।