পূর্ণিমা রাতে আকাশে চাঁদ নিশ্চুপ ,আলো ছড়িয়ে দিয়ে চারপাশে নির স্বার্থে আলোকিত করছে ।অবেগ, ভালোবাসা,অভিমান বিজড়িত স্মৃতির প্রশান্তি পেতেই পূর্ণিমা রাত যেনো এক নৈসর্গিক প্রতিক । এক বুক নিরাশ ভালোবাসা গল্প মন খুলে শেয়ার করতে আজ নেই মানা চাঁদ মামার সাথে।কেউ বা চায়ের কাপে চুমুক দিয়ে বলে প্রিয়তমা দেখছো কী আজ ওই দূর আকাশে পূর্ণিমা চাঁদ যে আজ বড়োই রোমান্টিক ভাবে গল্প শুনছে আমাদের দুইজনের কতো না আবদার আর খুনশুটি র । তোমার আর আমার রোমান্টিক প্রেমের গল্প ।কেউ প্রিয়জন হারানোর ব্যথা ব্যথিত হয়ে ওর নিশ্চুপ চাঁদের আলোর মাঝে তার হারানো ভালোবাসার মানুষের চাঁদ মাখা মুখটা দেখার জন্য অবেগ আপ্লুত হয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে।কেউ নিতান্তই একলা বসে কথা বলছে নিশ্চুপ পূর্ণিমার চাঁদের আলোর সাথে । জোছনার মিট মিট আলোতে কেউ তার প্রিয়তমার নিয়ে পড়ি দিতে চাই দূর দেশের ঠিকানাই।


""পূর্ণিমার চাঁদ তুমি বড়োই রোমান্টিক
কারো জন্য অশ্রু বিসর্জন নৈসর্গিক প্রতিক ,
কারো জন্য অপেক্ষা প্রহর
কারো জন্য মিথ্যার ভালোবাসা র সাথে দিন যাপন,
কারো চোখে অবাক সংকল্প
আর আমার কাছে নিছক প্রেমের গল্প ।""