মনে মাঝে রপ্ত করে
দিয়েছি তার ঠাঁই।
ব্যর্থ ভেবে  হতাশ হয়ে
কেনো দূরে সরে যাও।


তোমার পেতে মন পাখি
থাকে যে না তো ঘরে
ব্যর্থ ব্যাথাই ব্যথিত হয়ে
তবুও তো নাহি দূরে সরে ।


জীবনে আসবে কতো ভাঙ্গা আর গড়া
এই ভাবে  দূরে সরে যাবে ওরে ছন্ন ছাড়া।
রঙ্গের জীবনে যদি না থাকে  ব্যর্থ,
থাকতো কী তাহলে সুখে কোন অর্থ?


কষ্ট কে করো না কখনো বরণ
কষ্টে পর সুখ আছে নাই তোমার স্মরণ?
সুখের সন্ধানে দাও জীবন পাড়ি।
খুব সহজে দিতে পারবো জয়ে লক্ষ্যের ছাড়ি।