পূর্ব পুরুষের রক্ত
বইছে আমার গায়ে
জানতো না তারা আসবো আমি
এই পৃথিবী  দায়।
তাদের জায়গা,তাদের বাড়ি
থাকছি ভোগ করেই!
এথায়-সেথায় ঘুরছি আমি
চলছি বৃন্দাবনে।
যুগের পর যুগ চলে যায়
আসেনা কবু তারা,
হয়তো আর এই জনমে
হবে নাকো দেখা।



নরসিংদী, ঢাকা
৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ