রাত থম থম স্তব্ধ আঁধার
নেই কোনো কারো হা হা কার !
নিঃশ্বাস ফেলি তবু,
তাও শোনা যায় না।
তবুও পথ অতিক্রম করে চলছি
সীমান্তের পাড়ী দিতে,
অন্ধকারে এই রাস্তায় মধ্যে দিয়ে
দিবারাত্রি নিঝুম গভীরে।
ঝিম ঝিম করে জোনাকি পোকা
নিবু নিবু করে বাতি জ্বলে!
আঁধারে মাঝে,
অন্ধকারে মেথে ওঠে
প্রকৃতি সাজে।


===========================
বি.দ্রঃ আমার কবিতার লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে,
          তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
            ৬ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ।