দেখ যদি ঐ নীলাম্বরী
মেঘের চাদর গায়ে
গভীর নিদ্রায় মগ্ন।
যদি দেখ পূবের আকাশটা
কালোময় আজ,
দেখতে বেশ ভিন্ন।
রাখাল যদি ছুটে মাঠে,
গোয়ালী ফেরাবে ঘরে।
কৃষাণি যদি করে শূণ্য উঠান
হৈচৈ সাড়া পরে।
মাঝি যদি তোলে পাল
পাড় ধেয়ে ধেয়ে।
পাড়ার ইস্কুলের ঘন্টাটা যদি
বাজে অাজ খুব তড়িঘড়ি।
ডাক পিয়নের অপেক্ষায়
থেকে না তবে,
আগমনী বৃষ্টিতে নাইবো বলে
বেলকুনির শেষ  সিড়িটায় দাঁড়িয়ে
একপা তুলেছি আমি।
প্রতিক্ষা শুধু তোমার
আর
আগমনী বৃষ্টির।


                                       রাসেল আহমেদ
                                       ১২/৮/১৭