সবাই স্বার্থপর
হে মানবী,
সবাই স্বার্থপর।
আমারই দেহ,আমারই মন
সবই তোর জন্যে অযাচিত রক্ত ক্ষরে।
অথচ এই দেহ,এই মনের জন্য
কিই না করেছি আমি!
আমারই উঠান,আমারই শিয়র
সবই তোর শুন্যতায় পুড়ে।
কত যতনে একতারা খান
কত মরমে সাজিয়েছি বাঁশি।
অথচ তোর বিনে
বিরহ গেয়ে অস্থির করে।
ক্যান?
আমি কি কারো কেউ নই হে মানবী?
সবাই স্বার্থপর
হে মানবী,
সবাই স্বার্থপর।
কেউ আমার নয়।
সোনার খাঁচায় যে ময়নাপাখি
সযতনে পুষি,
সেও আমার নয়।
দিনভর শুধু একখানি গান কয়।
কেউ আমার হল না
হে মানবী,
কেউ আমার নয়।
সবাই স্বার্থপর।


....................................
২৯/০৩/২০১৮