তোমাতে মিশে রয়
জীবনের অধ্যায় -অনুচ্ছেদ।
ঘীরে রাখে
স্বপ্ন,স্বপ্ন ঘেরা স্বপ্ন।
হেরে যাই,
ফিরে চাই,
লাইনচ্যুত হই। ছন্দ হারাই।
এক সুরো কবিতায়
কবির কবিত্বের দাম কমে।
সে কবির বেখায়ালিপনা হলেই হয়।
হয় ব্যর্থ কবি।
বিদ্রুপের শত করতালি।
মোহহীন সুরে কথা -গান,
আনাড়ি রচনায় মুগ্ধতা হারায় কবিভক্ত।
উদাস কবি কবিত্ব হারায়
জীবনের অলক্ষ্য লিখনে।
নির্দ্বিধায়,
বেখায়ালিপনার প্রবঞ্চনায়।



রাসেল আহমেদ
২৯/০৬/২০১৭