একটা হামাগুড়ি দেয়া
স্বপ্ন ভেসে চলে অজানা গন্তব্যে৷
তীর রেখে তীর খুঁজে
অবিশ্রান্ত পথ, শেষে হয়রান৷
একটা স্বপ্ন নিয়ে ফেরিওয়ালা হয়েছি৷
সেই স্বপ্ন নিয়ে ভিখারী সেজেছি৷
আকাশ ছুঁয়েছি৷
হতাশাময় জীবনের সর্বত্রই কোলাহল,
এক চিলতে স্বস্তির বাতাস তার
বিতৃষ্ণা হতে পারে না৷
শিরিশ কাগজে ঘসে স্বপ্নটাকে
স্বচ্ছ করে নেই৷
আকাশ থেকে মাটিতে বাঁচার জন্য উঠে দাঁড়াই৷
জীবনের ছিটে কোনায় পড়ে থাকা
মৃতপ্রায় স্বপ্নগুলো তখন
কচি সবুজ ডগার মতো বাঁচার জন্য মাথা তুলে৷
নগন্য পিঁপড়ের আঁচড়ে সে স্বপ্নীল স্বপ্নঘোর কেটে যায়৷
যে জীবন মরিচিকার ৷
যে জীবন মৃত্যু প্রত্যাশী
হতাশাময় সে জীবন কেন
নিশ্চিত মৃত্যুকে ভয় পায়৷


.............................
রাসেল আহমেদ
২১/১২/১৭