সেদিনের সেই চন্দ্র শোভা আজ আর দেখিতে পাই না।
চক্ষু আছে,
নীলিমায় উদ্দীপ্ত আলোয় ছেঁয়ে গেছে বসুধা।
আছে সেই পুকুর পাড়ের বাঁশের টং।
দক্ষিণা বাতাসের দোল দোল খেলা।
জোনাকির আলোক শোভা।
শান্ত চারিপাশ,
নেই কোলাহল কলরব।
মনের জানালা খুলে,
পর্দা সরিয়ে চাইছি হোক না শোভিত।
কই্, তৃপ্তি ভরে না।
অভাব কিসে?
রক্তে মাংসে গড়া ঐ দেহখানাই আজও আছে।
আজ সেদিনের অনন্ত যৌবনা সেই মন নেই।
মন ভালো নেই।
আকাশের মণিকোঠায় ছুঁয়েছে রিক্ততার পরিসীমা।
বেদনাবদ হৃদয় আজ শুন্যে লিখে যায়
আমি ভালো নেই।
আর হয়তো তুমিও।