এবার ভাবুক হব আমি,
হব ভবঘুরে,
একটা সোহাগী চাদর গায়ে মুড়ে
ঘুরবো অলিগলি।
এক মুঠো সোহাগ মাখা রোদ্রু,
জোস্না শোভিত এক ফালি চাঁদ আর
মেঘে ঢাকা ঐ রবির আড়ালে
দীপ্ত আলোয় ভরা
নব দীবার অলীক ভাবনায় মত্ত।
সব কিছুই যতনে রেখে দিব
সোহাগী চাদরের ভাঁজে,
যবে না তোমার সন্ধান মেলে।
বৃষ্টির সেই তৃপ্তিময় সুখ,
রেখে দিব যতনে।
পাগল বেশে,
হন্যে হয়ে খুঁজবো আমি
তোমার হৃদয়ের প্রতিটি পথ।