তোমার জন্য দিবসগুলো বিবস
কবি মুহম্মদ রাসেল হাসান


তোমার জন্য পাগল পাগল মন
তোমার জন্য দিবসগুলো
বিবস করে ভাবি সারাক্ষণ।


তোমার জন্য সাজানো লাল চুড়ি
তোমার জন্য আস্ত আমার আকাশ
সেই আকাশে রাতবিরাতে
নিয়ম করে উড়বে শুধু 'তুমি নামক ঘুড়ি'।


তোমার জন্য ঢুপিখালী নদী
তোমার জন্য কত কথা
জমে জমে হারায় নিরবধি।


তোমার জন্য প্রকৃতিটা শ্যাম
তুমি আমার শতকালের
স্বপ্ন দেখা 'না হওয়া এক প্রেম'।


তোমার জন্য প্রায়ই চোখে জল।
তোমার জন্য তারাগুলো।
রাত্রিবেলার জ্যোৎস্নাগুলো
জ্বলে ওঠে তোমার অবিকল।


তোমার জন্য বুকের বা-পাশ ফাঁকা
তোমার জন্য কোটি বছর-
আসবে তুমি, সেই আশাতে থাকা।


তোমার জন্য কবিতাদের সাজ
তোমায় নিয়ে একশ বছর লেখা
চিঠিগুলোর ভাঙবে কবে ভাঁজ।


রচনা: রাত ১২টা ২১মিনিট
৩রা জুলাই (প্রথম প্রহর)
নিজগৃহ, নগুয়া কুশলগাঁও, নেত্রকোনা।