চলতে চলতে বেলা শেষে
থমকে দাড়াই  হিসেব কষে
কি করছি, কোথায় যাচ্ছি !
কোথায় ছিলাম, বেশ টের পাচ্ছি


বাহির জুরে অভিমান রাশি রাশি
ভিতর বলে শুধুই ভালোবাসি
এ যেনো প্রেম চাইলে সমাজ হারানো
সমাজ চাইলে প্রেমে দূরত্ব বাড়ানো


না পারি কোরবান করতে প্রেম
এ সমাজ রক্ষার্থে
না পারি সমাজের বিপরিতের
কাঠগড়ায় দাড়াতে


এ কি বেঁচে থাকা ! ?
লক্ষ মানুষের ভিড়ে ও যে নিজেকে লাগে ফাকা


বেচে থাকার স্বাদ পাই না,
তবু বেঁচে আছি
আমরা তো শুধু নিজের জন্য না
পরিবারের আর সমাজের জন্য ও বাচিঁ।