তুমি সুচিস্মিতা তুমি সুকেশা,তুমি সুদন্তি
তুমি অনসুয়া,
নাগো এ আমার প্রলাপ নয়, এ আমার স্বপ্ন
যখন রত্নগর্ভ জুরে অগ্নিসখার খেলা, আমার হৃদ তরঙ্গ উপচে পরে
তোমার স্রোতস্বিনীর বুকে
সব কিছুই যেনো অদৃষ্টপূর্ব, সব কিছুই অনিবর্চনীয়
তবু এই ধরিত্রীর বুকে, তুমি নিশাচর আমি আংশুমান
তুমি স্রোতস্বিনী আমি দরিয়া।
      ********