আজ ইচ্ছে রা সব ছুটির দেশে
দিশেহারা সুখ পালিয়ে বেড়ায় হয়ে হন্য
খোঁজ  নিও না,  দুঃখ পাবে
যখন জানবে সব তোমার জন্য।


কবিতারা আজ বিচ্ছেদের রুপে
সেজেছে ভারী হয়ে জঘন্য
তবু লিখছি তাহার নামে,
কথাগুলো সব তারই জন্য।


আজ মেঘে মেঘে মলিন্যতা
রংধনু দেখায় বড়ই কার্পণ্য
সুখ পাখিরা দল বেধে ছুটে
ঠিকানাহিন, তোমার জন্য।  


আমি আরো একটিবার হেটে যেতে চাই
ভুলের দেশে সুখের আশায়
শত শত কুটি রক্তাত্ব নীল পদ্ব
তোমার চরনে খুঁজে নিবে ঠায়
দেখে যাও আমি বড় অসহায়
হয়েছি দুঃখের পন্য।


খোঁজ  নিও না, দুঃখ পাবে
যখন জানবে সব তোমার জন্য।