আয়রে মনা হাটে যাই
কিনব ঘোড়া চড়ব তাতে
বেড়াব ঘুরে বনে মাঠে।


টগবগ করে ছুটবে ঘোড়া
ঘোড়ার পিঠে মানিক জোড়া
গান ধরিয়া ঘুরব মোরা।।


হলাম রাজি যাচ্ছি হাটে
ঘোড়ার হাট চেঙ্গী ঘাটে,
এই ঘোড়াটির কত দাম?
বেজব পেলে ষোল এনাম।


মুখে দেইনি কোন দানা
পকেটে মোদের আনা আনা,
এই নেন, ঘোড়া চাই
এই এনামে ঘোড়া নাই।।


এই এনামে ঘোড়ার কান
হবেনাকো ভাই ঘোড়ার দাম।
কান হলেও সেটাই চাই
তাও ঘোড়া নিয়ে বাড়ি যাই।


কথার প্যাঁচে ফাঁন্দে পড়ে
ঘোড়ার মালিক গুমরে মরে।
ঘোড়ার কান কাটা দায়, তাই
ঘোড়া বেচতে হল এক আনা'য়।


দুজন মোরা খালতো ভাই
বাকি আনা'য় খাবার খাই,
আনা দামের ঘোড়ায় চড়ে
মনের সুখে বাড়ি যাই।