ঠক ঠক ঠক, ভিতরে কেউ আছেন?
আমি বাংলাদেশ! ঠাঁই চাই আপনার তরে।
আমি বড্ড ক্লান্ত, ওরা আমাকে বড্ড মেরেছে
সারা গায়ে রক্তের কালিমা লেপে দিয়েছে।
আমার অনেক সম্পদ লুটে নিয়েছে!
চলিলে এ ধারা, যাব যে আমি মরে
আমার বুক থেকে ইসলামের বিদায় হচ্ছে যে চিরতরে।
হে মুসলিম, চাই যে ঠাঁই আপনার ঘরে।
ঠক ঠক ঠক, ভিতরে কেউ আছেন?


কে? কে? এ সময় কে কড়া নাড়ে?
আমি বাংলাদেশ! ঠাঁই চাই আপনার তরে।
মাফ করেন, নবী প্রেমী আমি,ইবাদতে ব্যস্ত
আশ্রয় দিলে হতে পারে আমার ইবাদত নষ্ট।


ঠক ঠক ঠক, ভিতরে কেউ আছেন?
আমি বাংলাদেশ! ঠাঁই চাই আপনার তরে।
মাফ করেন, আমি মুসলিম বটে,
তবে পারিব না দিতে ঠাঁই আমার এই ঘরে
পাছে যদি ওরা আপনার সাথে আমাকেও ধরে?


ওহে কাপুরুষ! মুসলিমের আচরণতো এমন নয়
মনে সাহস সর্বদা তার, যে প্রকৃত ঈমান্দার হয়।
ঘরের কোণের আরাধনা তোমার পুন্ড হবে পরে
আমি বাংলাদেশ ঠাই বিহনে যাই যদি যাই মরে।


শুকরিয়া করেছি হাজার বার মহান রবের তরে
আমার বুকে ৯০ ভাগ মুসলিম সুখের বসত গড়ে।
কোরানের আইনে চলব আমি আমার আপন ঘরে।
কিন্তু আজ? আজ আমি খুবই বিস্মিত!
তারা কি ঈমান্দার? নাকি শুধুই মুসলমান?
আমি যাচ্ছি মরে, তারা এখনও নিজ ঘরে।


হে মুসলিম, আমি বাংলাদেশ তোমাদের বলছি
এখনও সময় আছে। সকলে মিলে এক হও
ঈমান বাঁচাতে ইসলামের তরে আমাকে ঠাই দাও।