তিমির রজনী নিদ নেই আঁখি ছলছল
হে রহমান, রহম কর মোরে
দাও হৃদয়ে শক্তি সাহস অঢল!


পড়ালেখা মোর ভাল লাগে বটে
তবুও কেমনে জীবণ গড়ি
পেটের দায়ে অষ্টম শ্রেণী থেকেই
১০০ টাকায় দিনমজুর কাজ করি।


হে প্রভু-
অর্থ উপার্জনে সহায়তা কর মোরে
চাই কোন এক কাজের ডুলি
সহেনাকো মোর পিতার কষ্ঠখানি
সে যে বাজারের এক কুলি।


২০১৪ দিনটি শুক্রবার,
হে বন্ধু ছানোয়ার, কিছু টাকা দে ধার
করি ব্যবসা, আনব শান্তি ঘরে
বিধাতা যদি হন সহায়, উপার্জনে একটু কৃপা করে।


রংতুলিতে ব্যবসা শুরু মুলধন হাজার দুই
এ যেন পিতার কাছে রঙের ছোঁয়া
আর,কিনছি তাতে ভাইবোনের খাতা কলম বই।


আজ নাইকো অভাব মোদের,নাইকো মরু ঘরে
খুশির মাঝেই কাটছে দিন, সুখ থরে থরে।


টিউশন ও উপার্জনে পিতার সহায় হই
পাঠশালাতে হয়নি যাওয়া ঘরেই পড়ি বই।
বিএসসি পাস পড়ালেখা শেষ করিলাম বটে
চাকুরী পেলেই পিতার কর্মের ইতি যদি ঘটে।


সবার কাছে চাইছি দুয়া, ছন্দময় ছলে
জীবনে কষ্ট টুকুও আনন্দের রুপ
আমি যে পরিবারের বড় ছেলে।