শুনেছ কি আষাঢ়ের গান?
সুরের কলি টিনের চালে
মনকাড়া রিনিঝিনি তান।


পুকুর পাড়ে বসে শুনি
টুপটাপ টুপটাপ ধ্বনি
তুলি তরঙ্গে,বারির সঙ্গে
আঁকিতেছে সরসী তান
এযে মনকাড়া আষাঢ়ের গান।


আমার গায়ে যবে বারিধারা
ফোঁটায় পড়ে ফের গড়ে,
তোমার তরে ভেবে ভেবে
প্রভু তোমায় এমন শুধু স্বরে।


বারির সঙ্গে, আবেশী ঢঙ্গে
আঁকিতেছি তোমারি তান,
এযে মনকাড়া আষাঢ়ের গান।