ধরার মাঝে স্রষ্টার সৃষ্টি
মানুষ সেরা ঝোটন,
আপন হস্তে গোড়েছেন তিনি
কতই না সুন্দর দেহ গঠন!


নাকটি যদি কপোল পড়ে
চোখ যদি হতো গালে,
হাতের ভরে হাটতে যদি
মানাইতো কি কোন কালে?


পুরুষের দাড়ি না উঠিয়া
উঠতো যদি নারীর গালে!
চুলের রং হতো যদি রঙিন
ভাব..! চলতো কেমন তালে..!


ঠোঁটের আকার বিশাল বড়
হাতির দাঁতের কায়ায় দাঁত,
লাগতো কেমন দেখতে বলো
বুকের উপর একটি হাত?


যেথায় যেটি সুন্দর লাগে
সেথায় সেটি মেপে,
মানুষ করে গড়লেন খোদা
চমৎকার এক রুপে।


মেকাপ সেকাপ চুল কালারে
আসল সুন্দর্যতা হারায়,
বিনা সাঁজের সুন্দর্যতা প্রকৃত
রুপের আকর্ষনতা বাড়ায়।