আজতো সেই দিন,
যে দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ পথ
রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখরিত হয়েছিল।
পাকিস্থানী দস্যুদের বুলেটে নিহত কত তাজা প্রাণ!
তবুও দমে যায় নি ছাত্রজনতা, দাবিতে ভাষার গান।


আজতো সেই দিন,
যে দিন ব্যানার পোষ্টার নিয়ে সংগ্রামী ছাত্রজনতার প্রতিবাদ
রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিলে মুখরিত ঢাকার অলিগলি রাজপথ।
সে দিন না মেনে সেই বর্বরতা কত নবীন প্রবীন রাজপথে খাড়া
চলছে স্লোগান চলছে মিছিল ভাঙিয়া বর্বরতম সেই ১৪৪ ধারা।


আজতো সেই দিন,
ইতিহাসে ২১ শে ফেব্রুয়ারী, দিনটি না-কো ভুলিতে পারি।
কত ভাই যে এ দিনে দিয়েছে তাজা প্রাণ আজি বাংলা ভাষার তরে
সে দিন সালাম শফিক রফিক বরকত জব্বার কেউ যে ফেরে নি ঘরে।
সে দিন কত যে মায়ের বুক খালি হয়েছিল হৃদয় হয়েছিল ঠাসা
তাজা রক্ত তাজা প্রাণের বিনিময়ে আজ আমারি বাংলা ভাষা।


আজতো সেই দিন,
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা ২১ শে ফেব্রুয়ারী
যারা দিয়েছিল প্রাণ, এনে দিয়েছে মায়ের ভাষা নবজাতক শিশুর ভাষা,
আজি তাদের শ্বরণে যত সব শ্রদ্ধা ভক্তি আমরি।
আজ যে ইতিহাসের পাতায় ২১ শে ফেব্রুয়ারী।