খোদা দিলেন প্রেম পিরিতি,বিশ্বভুবন জুড়ে
প্রেম নিবেদন করছে তোমায়, দাড়াও খানিক ঘুরে।
বিয়ের আগে প্রেমটি তোমার বৈধ হালাল নয়,
বিয়ের পরে স্বামীস্ত্রীর প্রেম বৈধ মিষ্টি হয়।
মনের খাচায় ফাঁদ পাতিয়া, প্রেমকে বুঝি ধরো?
হায় রে.....!  হালাল প্রেমকে হারাম কেন করো?


নানান রঙের স্বপ্ন দেখ, নানান ছবি আঁকো
প্রেম করিয়া বছর জুরে, পাপের পথেই থাকো।
এতোই যদি লাগে ভাল তাকে, জানাও তারি শাখে
সম্মতিতে কর বিয়ে, সিসার প্রাচীর বানাও প্রেম
সর্গ সুখে ভাসবে তুমি। সাবধান..! প্রেম নাহি গেম।
আগে বিয়ে পরে প্রেম, সঠিক পথটি ধরো
তা না করিয়া, হালাল প্রেমকে হারাম কেন করো?


বৈধভাবে প্রেম করিলে পাবে সুখের বাহার
অবৈধ প্রেমের মাঝে পদে পদে ক্ষতির পাহাড়।
জোড়ায় জোড়ায় সৃষ্টি খোদার, বিধান ভাঙার নয়
প্রেম করিলে ছেঁদ হবেই,যদি সে জোড়ার না হয়।
মিছেমিছি প্রেম করনা পাপের পথটি ছাড়ো
হায় রে.....!  হালাল প্রেমকে হারাম কেন করো?


কাওকে যদি মনে প্রাণে পাওয়ার ইচ্ছা জাগে
সুধাও তারে দ্রুত করে,পরিবার জানুক আগে।
করো বিয়ে করো প্রেম, সারাটি জীবন ভর
জান্নাত হবে তোমার প্রেম ভালোবাসার ঘর।
তা না করে প্রেম করিয়া পাপের পথটি কেন ধরো?
হায় রে.....!  হালাল প্রেমকে হারাম কেন করো?