তনু মনে ভাবছি আমি
দুলছে সুখের তান,
বয়স আমার ষোল সতের
মন করে আনচান !


জোড় করিয়া পড়তে বসি
নেই দুটি চোখে নিদ,
কি চাই, কি পাই,
হয় হিতে বিপরীত !


যাকেই দেখি লাগে ভাল
এযে এক ডানা কাটা পরী,
কাকে রেখে কাকে ধরি
আর কাকেই বা প্রপোজ করি !


পড়াশোনা গোল্লায় গেল
কি রেখে কি খাই,
হয়েছে কি মোর বল আম্মু
আগেতো এমনটি হয় নাই ?


এ সময়টি সবার আসে
শোন বাবা আমার,
বয়ঃসন্ধিকাল ভয়ংকর জানি
জীবন সফলতার ।


বছর খানেক ধৈর্য্য ধর
মনটি তোমার শক্ত কর,
যদি সুন্দর ক্যরিয়ার চাও
সব ভাবনা দুরে ঠেলে
পড়ালেখায় মন দাও।